॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল ২০শে এপ্রিল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠিত হয়।
একই সাথে স্বাস্থ্য সেবায় কমিউনিটি ক্লিনিকের অবদান এছাড়া অটিজম ও মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে পৃথক এ সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আনজুয়ারা খাতুন সুমী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দ্বিতীয়বার নির্বাচিত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে পাংশা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরুন কুমার পাল, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, ডাঃ ফজলে রাব্বী ও সিএইচসিপি সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর মোঃ তৈয়বুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্য মেডিকেল অফিসার, কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা, হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
পাংশায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
