Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে ঘরে ঘরে গিয়ে পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া শুরু হয়েছে

॥তনু সিকদার সবুজ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলাতে ঘরে ঘরে গিয়ে “আলোর ফেরিওয়ালা” কার্যক্রমের আওতায় পল্লী বিদ্যুতের সংযোগ দেয়া শুরু হয়েছে।
গতকাল ২০শে এপ্রিল সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াকান্দি সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(অতিরিক্ত) মোঃ সাইফুজ্জামানের নেতৃত্বে ১০টি ভ্যানযোগে ৫০/৬০জন কর্মী নিয়ে উপজেলার ৭টি ইউনিয়নে এই বিদ্যুৎ সংযোগ কার্যক্রম শুরু হয়েছে।
বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা নিশ্চিন্তপুর হাফেজিয়া মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ প্রদানের সময় বালিয়াকান্দি সাব- জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(অতিরিক্ত) মোঃ সাইফুজ্জামান, লাইন টেকনিশিয়ান গিয়াস উদ্দিন, বিলিং সুপারভাইজার(অতিরিক্ত) রহিমা খাতুন, লাইনম্যান বেলায়েত হোসেন, সহকারী স্টোর কিপার রফিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কেসমত আলী বলেন, আমরা মাদ্রাসায় বিদ্যুৎ সংযোগ নেয়ার জন্য দপ্তরে দপ্তরে ঘুরেছি, কিন্তু পাইনি। এখন পল্লী বিদ্যুৎ কর্তপক্ষই আমাদের সাথে যোগাযোগ করে এসে এই সংযোগ দিল। এতে আমরা অত্যন্ত খুশি হয়েছি।
এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ সমিতির বালিয়াকান্দি সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার(অতিরিক্ত) মোঃ সাইফুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সারা দেশের মতো বালিয়াকান্দিতেও ব্যাপক আকারে বিদ্যুৎ সংযোগ প্রদানের কাজ শুরু হয়েছে। আজ আমরা বালিয়াকান্দিতে প্রায় ২০০ সংযোগ প্রদান করবো। সেই লক্ষ্যে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নে ১০টি ভ্যানযোগে ৫০/৬০ জন কর্মী কাজ করছে।