Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর কল্যাণপুরে ভয়াবহ আগুনে ৫টি পরিবার সর্বশান্ত

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে গতকাল ১৯শে এপ্রিল বিকাল ৪টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ৫টি পরিবারের বসত ঘরসহ যাবতীয় সম্পদ পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন ঃ কল্যাণপুর গ্রামের কাদের মোল্লা, মোক্তার মল্লিক, হারুন মল্লিক, ফারুক মল্লিক, ইব্রাহিম মোল্লা ও জবেদা বেগম।
জানা গেছে, কাদের মোল্লার ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হলে তা মুহুর্তের মধ্যে আশপাশের ঘরে লেগে যায়।
অগ্নিকান্ডের খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে ৫টি পরিবারের বসত ঘরসহ অন্যান্য মালামাল পুড়ে যায়।
সন্ধ্যায় আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শওকত হাসান ঘটনাস্থলে যান এবং তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল, ডাল, কাপড়-চোপড়সহ জরুরী সহায়তা প্রদান করেন। এ খবর লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।