॥স্টাফ রিপোর্টার॥ নবগঠিত রাজবাড়ী সদর উপজেলা সমিতি, ঢাকা’র উদ্যোগে আগামী ২৬শে এপ্রিল রাজধানীর বাংলা একাডেমী মিলনায়তন ও চত্বরে ‘রাজবাড়ী সদর উপজেলাবাসীর মিলনমেলা-২০১৯’ এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে ঃ বিকাল ৩টায় নিবন্ধন, সাড়ে ৩টায় অভ্যর্থনা, ৪টায় আলোচনা সভা, সাড়ে ৫টায় চা বিরতি ও নামাজ, সন্ধ্যা সাড়ে ৬টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র এবং রাত ৮টায় আপ্যায়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে ঢাকাস্থ রাজবাড়ী সদর উপজেলাবাসীকে পরিবার-পরিজনসহ উপস্থিত হওয়ার জন্য সংগঠনের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান টিপু ও সদস্য সচিব মোঃ আকতারুজ্জামান টিটো সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।
ঢাকাস্থ রাজবাড়ী সদর উপজেলা সমিতির মিলন মেলা ২৬ এপ্রিল
