॥রঘুনন্দন সিকদার॥ বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বাবুলতলা গ্রামে গতকাল ১লা মার্চ দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ফিরোজ হোসেন নামে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ.এম রকিব হায়দার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী এস.এম আসলাম জানান, বাবুলতলা গ্রামের মৃত লোকমান হোসেনের পুত্র ফিরোজ হোসেন অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বহরপুরের বালু ব্যবসায়ীর ৫০ হাজার টাকা জরিমানা
