Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় এফএইচ এসোসিয়েশনের উদ্যোগে শিশু শ্রম বিষয়ক সেমিনার

॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চরঝিকড়ী বালিকা বিদ্যালয় মিলনায়তনে গত ১৮ই এপ্রিল দুপুরে শিশু শ্রম বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
বেসরকারী উন্নয়ন সংস্থা এফএইচ এসোসিয়েশন সেমিনারের আয়োজন করে। সেমিনারে শিশু শ্রম বিষয়ক নাটিকা প্রদর্শিত এবং কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
এফএইচ এসোসিয়েশনের সিনিয়র কর্মী নূরজাহান খাতুনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে চরঝিকড়ী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রজব আলী বক্তব্য রাখেন। সেমিনারে অন্যান্যের মধ্যে সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, সংস্থার সিবিও সম্পাদক বিউটি, স্কুল ছাত্রী মিলা প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বাসা-বাড়ী, হোটেল, বিভিন্ন কারখানা ও শিল্প প্রতিষ্ঠানে শিশু শ্রম লক্ষ্য করা যায়। গরীব পরিবার সংসারের অস্বচ্ছলতার কারণে উপার্জনের জন্য শিশু সন্তানের কাজে পাঠায়। কিন্তু মালিক পক্ষ কম টাকায় শ্রমিক পাওয়ায় শিশু শ্রমের আইন অম্যান্য করে শিশুদের কাজে লাগান। এই ধরণের অমানবিক পরিবেশ আমরা দেখতে চাই না। কারন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। নতুন প্রজন্ম উন্নত বাংলাদেশ গড়বে। তাই তাদেরকে এখন থেকেই গড়ে তুলতে হবে। শিশু শ্রম বন্ধে সামাজিক সচেতনতা সৃষ্টিসহ শিশু শ্রম বিষয়ক আইন বাস্তবায়নের গুরুত্বারোপ করেন বক্তারা।