॥রঘুনন্দন সিকদার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল ১লা মার্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রউফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে রাখেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এইচ.এম রকিব হায়দার, জেলা পরিষদের সদস্য ও বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হান্নান মোল্যা, জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুস সাত্তার খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছমির উদ্দিন, মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মোঃ মুক্তার হোসেন, ফজলু বিশ্বাস, রমজান মন্ডল, আনিছুর রহমান প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মাঝবাড়ী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
