॥স্টাফ রিপোর্টার॥ নুসরাতসহ সকল ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)-এর রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গতকাল ১৮ই এপ্রিল সকালে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
জেলা এনসিটিএফের কার্যনির্বাহী কমিটির সদস্যগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর কাছে স্মারকলিপি প্রদান করার সময় এনসিটিএফের জেলা ভলান্টিয়ার সাদমান সাকিব রাফি ও ফাহমিদা জামান তান্নি, সহ-সভাপতি প্রত্যয় হাসান দৃঢ়, শিশু বিশেষজ্ঞ কাব্য সাহা এবং সদস্য সুরমা, স্বপ্নীলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এনসিটিএফের আয়োজনে দেশব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
রাজবাড়ী জেলা এনসিটিএফের আয়োজনে মানববন্ধন পালন-প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
