Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা আ’লীগের উদ্যোগে মুজিবনগর দিবস পালন

॥স্টাফ রিপোর্টার॥ ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল ১৭ই এপ্রিল সকালে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী স্হোরাব, সিরাজুল ইসলাম, ফকরুজ্জামান মুকুট, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডঃ সফিকুল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ উজির আলী সেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।