Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে বিটিভির সৌজন্যে প্রধানমন্ত্রী শেখা হাসিনা কর্তৃক জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার ও জেলা পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল ১৬ই এপ্রিল সকাল ১০টায় কালেক্টরেটের আম্রকানন চত্বরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার রাকিব খান, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস, রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস ও জেলা পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোঃ আজম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী শফিউল আজম।
এ সময় স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, জেলা নার্সিং ইনিস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী বলেন, বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য সেবা সেক্টরে অনেক অগ্রগতি সাধন করেছে। যার কারণে দেশের প্রান্তিক অঞ্চলের জনগণ কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাচ্ছে। এই স্বাস্থ্য সেবায় যাতে আরো বেশী অগ্রগতি হয় সেই লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এখন থেকে ডাক্তারী পাশ করার পর দুই বছর ইন্টানী করতে হবে। যার এক বছর তার নিজের জেলার যে কোন সরকারী হাসপাতাল বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টানীর এক বছর সময় অতিবাহিত করতে হবে। আর প্রধানমন্ত্রীর এই উদ্যোগের কারণে জেলা ও উপজেলা পর্যায়ে রোগীদের আরো ভালোভাবে স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে।
এছাড়াও তিনি তার বক্তব্যে বর্তমানে দেশে স্বাস্থ্য সেবা প্রদানের বিভিন্ন বিষয়, গড় আয়ু বৃদ্ধিসহ কোন রোগ হওয়ার আগেই রোগ যাতে না হয় সে সব বিষয় তুলে ধরেন।
বক্তব্য শেষে তিনি জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। সারা দেশের ন্যায় রাজবাড়ীতে আজ ১৬ই এপ্রিল থেকে ২০শে এপ্রিল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য সপ্তাহ পালন করা হবে।