॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী সদর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল ১৬ই এপ্রিল সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা ও পৌরসভা এলাকার ১১৫টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সাউন্ড সিস্টেম ও ৬৭টি বিদ্যালয়ের মধ্যে মাল্টিমিডিয়া ক্লাসরুমের উপকরণ বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খানের সভাপতিত্বে উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, অন্যান্যের মধ্যে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এড ইমদাদুল হক বিশ্বাস, বিদায়ী চেয়ারম্যান এডঃ এম.এ খালেক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমীন করিমী, সদর উপজেলা শিক্ষা অফিসার নাসরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, বর্তমান সরকারের আমলে সব শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করা হবে। তারই ধারাবাহিকতায় আজকের এই উপকরণ বিতরণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, অনেক শিক্ষকের নীতি-নৈতিকতা নিয়ে আমাদের বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সেখান থেকে সবাইকে সরে আসতে হবে।
রাজবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ
