Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ১৪ই এপ্রিল দিনব্যাপী বিভিন্ন আয়োজনে নববর্ষের উৎসব পালন করা হয়েছে।
এ উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর সকাল ৭টায় আমন্ত্রিত অতিথিদের বাংলার ঐতিহ্যবাহী মুড়ি-মুুড়কি দিয়ে আপ্যায়ন করা হয়। সকাল ৮টায় ‘এসো মাতি প্রাণের উৎসবে’ শ্লোগানকে সামনে রেখে বের করা হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রাটি কালেক্টরেটের আম্রকানন চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক দিয়ে রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকি মিলি বিপিএম-পিপিএম(সেবা), জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মোঃ ফজলুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ, এনজিও প্রতিনিধিগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনগুলোর কর্মীরা অংশগ্রহণ করেন।
মঙ্গল শোভাযাত্রা শেষে আমন্ত্রিত অতিথিদের জেলা প্রশাসকের বাসভবনে পান্তা ভাতসহ বাংলার ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ন করা হয়।
এরপর জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে স্থাপিত বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এবং বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী ও পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম-পিপিএম(সেবা) বক্তব্য রাখেন।
প্রধান অতিথি আলহাজ্ব কাজী কেরামত আলী, সভাপতি জেলা প্রশাসক মোঃ শওকত আলী ও বিশেষ অতিথিগণ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমাদের বাংলা বছরের প্রথম দিন। পুরাতন বছরের ব্যর্থতা ও গ্লানি ছেড়ে আজ আমরা নতুন বছরে পদার্পণ করলাম। অতীতের সব ভুল-ভ্রান্তি ভুলে আমাদের এই রাজবাড়ী জেলাকে নতুন করে গড়ে তোলাসহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে উন্নত মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল দেশ এবং ২০৪১ সালের মধ্যে বিশ্বের বুকে উন্নত দেশের মর্যাদায় প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে উপহার দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
আলোচনা সভার শেষে এবং বিকালে জেলা শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালীর ঐতিহ্যবাহী লাঠি খেলাসহ দুপুরে হাসপাতাল, জেলখানা ও এতিমখানায় গ্রামীণ ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হয়।
এছাড়াও পহেলা বৈশাখে শহরের বিভিন্নস্থানে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উদ্যোগে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাংলা নববর্ষ বরণ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে দুই দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হয়। মেলার ২দিনই লাঠি খেলাসহ গ্রাম-বাংলা ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের পসরা বসানো হয়।