Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী পিটিআই’তে বাংলা বর্ষবরণ উৎসব

॥স্টাফ রিপোর্টার॥ নানা আয়োজনে রাজবাড়ী পিটিআই’তে বাংলা বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে পহেলা বৈশাখ(গত ১৪ই এপ্রিল) সকাল ৯টায় পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
পিটিআই থেকে র‌্যালীটি বের হয়ে মহাসড়ক হয়ে আলাদীপুর বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পিটিআই’র সকল কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ডিপিএড প্রশিক্ষণার্থীগণ র‌্যালীতে অংশগ্রহণ করেন। এরপর সকলে মিলে আলু ভর্তা ও বেগুন ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়ার পর পিটিআই’র হল রুমে বাংলা নববর্ষের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিটিআই’র সুপারিনটেনডেন্ট মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনার সভার শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পিটিআই’র সুপারিনটেনডেন্টের গানসহ অন্যদের পরিবেশনায় গানে সকলে মুগ্ধ হন।