রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১৫ই এপ্রিল দুপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ৫ কেজি করে আউশ ধানের বীজ ও ২৫ কেজি করে রাসায়নিক সার বিতরণ করেন সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) সানজিদা শাহনাজ স্মৃতি। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফাজ্জেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন -মাহফুজুর রহমান।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
