॥হেলাল মাহমুদ॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও পরবর্তীতে আগুন দিয়ে হত্যাকারীদের ফাঁসির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালন করেছে বাংলাদেশ মানবিক ভলেনটিয়ারস্ নামের একটি সংগঠন।
গতকাল ১৩ই এপ্রিল দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সংগঠনের জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন পালন করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক শেখ মোমিন, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মিশুক, কাওছার হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, সদস্য লোপা কর্মকার, ঐশী আক্তার প্রিয়া ও শরিফুল ইসলাম বাপ্পী প্রমুখ বক্তব্য করেন।
বক্তাগণ বলেন, নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানী ও আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যার সাথে জড়িত সবাইকে ফাঁসি দিতে হবে এবং দ্রুত সেই ফাঁসি কার্যকর করতে হবে। নইলে বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।
তারা আরও বলেন, রাফিকে যৌন হয়রানীর পর সেখানকার থানার ওসি যদি সঠিক ব্যবস্থা নিতেন তাহলে রাফির এই করুণ পরিণতি হতো না। রাফির মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা, ওসি মোয়াজেম, কাউন্সিলর মাকসুদুর, শম্পা, জাবেদ জড়িত যাদের নাম বেরিয়ে এসেছে তাদেরকে সবাইকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে।
নুসরাত হত্যাকান্ডের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন পালন
