॥লাবনী আক্তার॥ বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মধ্যে নববর্ষের শাড়ী বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলীর কন্যা কানিজ ফাতেমা চৈতী।
গতকাল ১৩ই এপ্রিল বিকালে রাজবাড়ী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর হাত দিয়ে এই শাড়ী বিতরণ করা হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানসহ যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুব মহিলা লীগের সদর উপজেলার ১৪টি ইউনিয়ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক, রাজবাড়ী পৌর শাখার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখাসহ ইউনিয়ন ও ওয়ার্ড শাখাগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুব মহিলা লীগের শতাধিক নেতৃবৃন্দের মধ্যে উন্নতমানের শাড়ী বিতরণ করা হয়। শাড়ী বিতরণের পূর্বে বাংলা নববর্ষ উপলক্ষে সকলকে মিষ্টিমুখ করানো হয়।
এমপি কন্যা চৈতীর উদ্যোগে রাজবাড়ীতে যুব মহিলা লীগের নেতৃবৃন্দের মধ্যে শাড়ী বিতরণ
