Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে ‘রাম নবমী’ উপলক্ষে শোভাযাত্রা

॥চঞ্চল সরদার॥ পুরুষোত্তম ভগবান শ্রীশ্রী রাম চন্দ্রের জন্মোৎসব ‘রাম নবমী’ উপলক্ষে রাজবাড়ী শহরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ই এপ্রিল বিকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর শহরের হরিতলা মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
শোভাযাত্রায় হিন্দু মহাজোটের জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ বাসুদেব প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক অশোক কুমার রায়, প্রচার সম্পাদক অপূর্ব সরকার, সদস্য অশোক চৌধুরী, প্রভাষ দাস, কালুখালী উপজেলা শাখার সভাপতি শান্তি রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মদন কুমার প্রামানিক, সহ-সাধারণ সম্পাদক দশরথ বিশ^াস, হিন্দু ছাত্র মহাজোট জেলা শাখার সভাপতি দিপংকর সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।