॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে গতকাল ১১ই এপ্রিল ‘পানি সবার অধিকার বাদ রবেনা কেউ আর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের করা হয়। র্যালী শেষে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম নুরুন্নবী, উপ-সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম ও আবু ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এমএ নাহার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তাগণ পানি সবার অধিকার বাদ রবেনা কেউ আর প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পাংশার পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পাংশা উপজেলায় বিশ্ব পানি দিবস পালিত
