॥মনির হোসেন॥ বিশ্ব পানি দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘সবার জন্য নিরাপদ পানি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ১১ই এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, উপ-খাদ্য পরিদর্শক একরাম হোসেন খান, উপজেলা আনসার ভিডিপি অফিসার(ভারপ্রাপ্ত) হাওয়া খাতুন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হালিমা বেগম ও ইউপি সদস্য করিম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার বলেন, পানির অপর নাম জীবন। নিরাপদ পানি সুস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিরাপদ পানির কোন বিকল্প নাই। তাই সবাইকে সচেতন হয়ে নিরাপদ পানি পান করতে হবে। প্রয়োজনে পানি ফুটিয়ে পান করতে হবে।
কালুখালীতে বিশ্ব পানি দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
