॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ১১ই এপ্রিল দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাবেক সভাপতি গওছেল আযম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দিতে উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
