॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বালিয়াকান্দি উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ১১ই এপ্রিল দুপুরে কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রবীর কুমার আচার্য্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার মাহবুবুর রহমান খান।
অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের ১৪০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
বালিয়াকান্দির ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বোরো ধানের বীজ-সার বিতরণ
