॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম গতকাল ১১ই এপ্রিল সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে বাজারের সেবা মেডিকেল হলকে ১হাজার, কলির আনন্দ স্টোরকে ২হাজার, আসিনিয়া স্বপ্নপুরী হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে ২হাজার ৫শত এবং রোস্তম স্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে মেডিসিন কর্নার নামের একটি ওষুধের দোকান থেকে ৫কার্টুন ফিজিশিয়ান(স্যাম্পল) ওষুধ জব্দ করা হয়। সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে।
রাজবাড়ী সদরের আলাদীপুর বাজারের ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
