Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মলম পার্টির দুই সদস্যকে আটক

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ীতে চলন্ত বাসের মধ্যে কাপড় ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেয়ার সময় দুই মলম পার্টির সদস্যকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে স্থানীয়রা।
গতকাল ২৬শে ফেব্র“য়ারী বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজার এলাকায় রাজবাড়ী-ফরিদপুর সড়কে নবীন-বরণ পরিবহনে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ওই ব্যবসায়ীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম রুহুল আমিন(৩০)। সে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আমলাবাড়ী গ্রামের সামছুল আলমের ছেলে।
আটক ব্যক্তিরা হলো ঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের রশিদ মোল্লার ছেলে জাহাঙ্গীর মোল্লা(৩৪) ও ভোলা জেলা সদরের ইলিশা গ্রামের শাহ আলমের ছেলে কামাল হোসেন(৪৪)।
ঘটনার প্রত্যক্ষদর্শী আরিফ বেপারী(৩৫) জানান, তার ও রুহুল আমিনের বাড়ী একই উপজেলায়। তারা দুইজন বিভিন্ন হাটে বাজারে লুঙ্গি বিক্রি করেন। গত ১৫দিন আগে রুহুল আমিন ফরিদপুরের টেকের হাটে লুঙ্গি বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিল। এছাড়া তিনিও এক সপ্তাহ আগে সেখানে লুঙ্গি বিক্রি করতে যান। লুঙ্গি বিক্রির টাকা নিয়ে গতকাল ২৬শে ফেব্র“য়ারী সকাল সাড়ে ১০টার দিকে তারা টেকের হাট বাসষ্ট্যান্ড থেকে বাড়ীতে আসার উদ্দেশ্যে বরিশাল থেকে ছেড়ে আসা নবীন-বরন পরিবহনে উঠেন। কিন্তু বাসের মধ্যে বসার জায়গা না পেয়ে তারা দুইজন পুকুরিয়া পর্যন্ত দাঁড়িয়ে আসেন। পুকুরিয়ায় এসে এক যাত্রী নেমে গেলে তিনি পিছনের একটি সিটে বসে পড়েন। এর আগ থেকে বাসের মধ্যে একজন লোক দাঁড়িয়ে ছিল। সে বসার ছিট পেয়েও নিজে না বসে অন্যকে বসতে দিচ্ছিল। এক পর্যায়ে বাসের মাঝখানে বসার সিট পেয়ে রুহুল বসে পড়ে। ওই সিটে তিনিও(আরিফ) বসতে চাইলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি রুহুলের কাছে বসে পড়ে। বাসটি রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর বাজার এলাকায় আসলে রুহুলের সিটে বসে থাকা ব্যক্তিটি গাড়ীটি থামাতে বলে। এ সময় তিনি ওই সিটে রুহুল আমিনকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। তার চিৎকারে বাসের ভিতর থেকে ওই ব্যক্তিসহ ৩জন জানালা দিয়ে লাফ দিয়ে দৌড় দেয়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ২জনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৮৬ হাজার ৭৭১টাকা উদ্ধার করেন। তিনি আরো জানান, রুহুলের কাছে প্রায় লক্ষাধিক টাকা ছিল।
রাজবাড়ী থানার এস.আই মোঃ আব্দুল খালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় মলম পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এছাড়া অচেতন অবস্থায় রুহুল আমিনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।