॥বালিয়াকান্দি প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পের ৬০টি পরিবারের মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ প্রদান করা হয়েছে।
রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে গতকাল ১০ই এপ্রিল সকালে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা এবং বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ কামরুল ইসলাম গোলদার বক্তব্য রাখেন।
পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক ফিরোজ শেখের সভাপতিত্বে বক্তব্যের শেষে তারা সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দির বারুগ্রাম আশ্রয়ণে পল্লী বিদ্যুৎ সংযোগ উদ্বোধন
