Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় পহেলা বৈশাখ উদযাপনে ৪দিনব্যাপী মেলাসহ কর্মসূচি গ্রহণ

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ-১৪২৬ উদযাপনে ৪দিন ব্যাপী গ্রামীণ বৈশাখী মেলাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল ৯ই এপ্রিল সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বর্ষবরণের প্রস্তুতি সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
জানা যায়, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার জেসমিন আকতার, মৎস্য অফিসার মোস্তারিনা আফরোজ, যুব উন্নয়ন অফিসার শ্যামল কুমার বিশ্বাস পাংশা মডেল থানার এস.আই মোঃ রবিউল ইসলাম, আবাসিক প্রকৌশলী(বিদ্যুৎ) পরিমল কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি অফিসার ইসরাফীল হোসেন, এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন, পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তনা দাস, পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, মৈশালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম উদ্দিনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় পাংশা উপজেলায় যথাযথভাবে পহেলা বৈশাখ উদযাপনে ১১-১৪ই এপ্রিল ৪দিন ব্যাপী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা শিল্পকলা একাডেমী চত্বরে গ্রামীণ বৈশাখী মেলা-১৪২৬, পহেলা বৈশাখ সকাল ৬টায় পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ষবরণ অনুষ্ঠান, সকাল ৮টায় পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হতে মঙ্গল শোভাযাত্রা, সকাল ৯টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে পান্তাভাত, সকাল ১০টায় পাংশা উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিকেল সাড়ে ৩টায় পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ঘুড়ি উড়ানো ও লাঠিখেলা প্রতিযোগিতা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে পৃথক ৭টি কমিটি গঠন করা হয়েছে।