॥এম.এইচ আক্কাস॥ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের একটি ফেরী থেকে আটক জুয়ারু চক্রের সদস্য শফিকুল মন্ডল (৪০)কে ১৫ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সে উত্তর দৌলতদিয়া হোসেন মন্ডলের পাড়ার জলিল মন্ডলের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই সনাতন বৈরাগী জানান, গতকাল ৯ই এপ্রিল ভোর রাতে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি চলন্ত ফেরীতে জুয়ার আসর বসানোর সময় শফিকুলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে ওই ফেরীর যাত্রীরা। পরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে দুপুর ২টার দিকে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে তাকে ১৫দিনের কারাদন্ড প্রদান করেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ জুয়ারুরা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের চলন্ত ফেরীতে জুয়ার আসর বসিয়ে যাত্রীদের জুয়া খেলায় প্রলুদ্ধ করে তাদের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরী থেকে আটক জুয়ারু চক্রের এক সদস্যের জেল
