Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে বাংলা নববর্ষ উপলক্ষে ২দিনব্যাপী বৈশাখী মেলাসহ নানা আয়োজন

॥স্টাফ রিপোর্টার॥ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে ২দিনব্যাপী বৈশাখী মেলাসহ নানা আয়োজন করা হয়েছে।
আয়োজনের মধ্যে রয়েছে ঃ ১৩ই এপ্রিল (৩০শে চৈত্র) বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে ২দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন (মেলায় থাকবে নাগরদোলা, লাঠিখেলা ইত্যাদি)। একই দিন বিকাল ৪টায় অফিসার্স ক্লাব সংলগ্ন রাস্তায় আলপনা আঁকা প্রতিযোগিতা(সকলের জন্য উন্মুক্ত)। ১৪ই এপ্রিল (পহেলা বৈশাখ) সূর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্বরে প্রভাতী সুর ও সংগীতের মাধ্যমে ১৪২৬ বাংলা নববর্ষ বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ৭টায় সকলকে মুড়ি-মুুড়কি দিয়ে আপ্যায়ন, সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রা, সকাল ৯টায় আলোচনা অনুষ্ঠান, সকাল ১০টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুুষ্ঠান, সকাল সাড়ে ১০টায় লাঠি খেলা এবং বিকাল ৩টায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সাংস্কৃতিক অনুুষ্ঠান। এছাড়া দুপুর দেড়টায় হাসপাতাল, কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালী খাবার পরিবেশন করা হবে।
এসব আয়োজন সফল করতে গত ২৮শে মার্চ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় বাংলা নববর্ষ উদযাপনের কর্মসূচী চূড়ান্ত করা এবং কমিটি, উপ-কমিটি গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।