॥মোখলেছুর রহমান॥ বার্ষিক ক্রীড়া কর্মসূূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালুখালী উপজেলাতে এক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল ৮ই এপ্রিল বিকালে কালুখালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া অফিসার শাহিন সুলতান রাজা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামছুল আলম ও সাংবাদিক মোখলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম বলেন, প্রত্যেকটা মানুষের জীবনে সাঁতার শেখা অত্যন্ত জরুরী। সাঁতার জানা থাকলে পানিতে ডুুবে মরার থেকে রক্ষা পাওয়া যায়। তাই প্রতিটি শিক্ষার্থীরই সাঁতার শেখা আবশ্যক। তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মনোযোগী হয়ে ভালোভাবে সাঁতার শেখার আহ্বান জানান।
উল্লেখ্য, কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী এই সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করছে।
রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কালুখালীতে এক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
