Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর দিব্য নাট্যকলা একাডেমীর আয়োজনে॥জনপ্রিয় টিভি উপস্থাপিকা দিলরুবা সাথীকে সংবর্ধনা প্রদান

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর দিব্য নাট্যকলা একাডেমীর আয়োজনে গত ৫ই এপ্রিল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিশিষ্ট নৃত্য শিল্পী ও চ্যানেল আই’র জনপ্রিয় উপস্থাপিকা দিলরুবা সাথীকে সংবর্ধনা প্রদান করা হয়।
দিলরুবা সাথী ৪বছর বয়স থেকেই নৃত্য জগতে প্রবেশ করে। ৫বছর বয়সে সে সাধারণ নৃত্যে প্রথম পুরষ্কার লাভ করে। শুরু হয় তার নৃত্য জগতে পদচারণা। সাথীর নৃত্য শিক্ষক আব্দুস সাক্তার কালু। জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় সাথী অংশগ্রহণ করে। সাধারণ, কথক ও লোক নৃত্যে পারদর্শী দিলরুবা সাথী ১২টি জাতীয় পুরষ্কার লাভ করে।
২০০২ সালে জাপান সফরের মধ্য দিয়ে তার নৃত্যে বিদেশ সফর শুরু হয়। চীন, ভারত, কাতার, দুবাই, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে নৃত্য পারফর্ম করে খ্যাতি অর্জন করে। এছাড়াও সাথী বিটিভির তালিকাভুক্ত শিল্পী। নাটকেও তার রয়েছে ব্যাপক সফলতা। বিটিভিতে রবীন্দ্র নাথের হৈমন্তী নাটকে হৈমন্তীর চরিত্রে অভিনয় করে সে ব্যাপক প্রশংসা অর্জন করে। বিটিভি ছাড়াও সে চ্যানেল আই’র ১০/১২টি নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়। চ্যানেল আই’র গানে গানে সকাল শুরু, তারকা কথন, আমার যত গান ও সোনালী দিনের গানসহ বিভিন্ন লাইভ(সরাসরি) অনুষ্ঠান উপস্থাপনা করে সে উপস্থাপিকা হিসেবে তুমুল জনপ্রিয়তা অর্জন করে।
চ্যানেল আই’র পাশাপাশি সাথী ঢাকার মোহাম্মদপুর গার্লস স্কুলের নৃত্য শিক্ষক হিসেবেও কর্মরত রয়েছে। এছাড়াও সাথী অঃঃরৎুংঃ নামের একটি অনলাইন প্রতিষ্ঠানের সত্বাধিকারী। সম্প্রতি দিলরুবা সাথী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তার স্বামী আনোয়ারুল কবির অপু একজন আইসিটি বিশেষজ্ঞ।
দিলরুবা সাথী বাংলা ভিশন টিভি, দৈনিক সংবাদ পত্রিকা ও রেডিও টুডে’র রাজবাড়ী প্রতিনিধি এম. দেলোয়ার হোসেন এবং ফাতেমা পারভিনের একমাত্র কন্যা।