Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে গৃহবধু শারমিন হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানবনন্ধন

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দে দুই সন্তানের জননী গৃহবধু শারমিন আক্তার (২৫)কে যৌতুকের দাবীতে হত্যার অভিযোগে খুনিদের ফাঁসির দাবীতে গতকাল ৭ই এপ্রিল বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে নিহতের পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসী।
গতকাল রবিবার উপজেলার দুদুখান পাড়া এলাকায় মহাসড়কে নিহত শারমিনের নির্যাতনকারীদের শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়া শারমিনের স্বজনদের আহাজারিতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
গত ১০ই মার্চ শারমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হলেও নিহত শারমিনের মা বাদী হয়ে তাকে নির্যাতন করে হত্যার দাবী করে রাজবাড়ীর আদালতে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় শারমিনের দেবর, শ^াশুড়ীসহ ৭জনকে আসামী করা হয়েছে। নিহত শারমিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের পূর্ব উজানচর হাজি দুদুখার পাড়া গ্রামের সিদ্দিক শেখের মেয়ে ও পার্শ¦বর্তী একই ইউনিয়নের চর কর্নেশন গ্রামের কাতার প্রবাসী ইব্রাহিম আলী শেখের স্ত্রী।
মানববন্ধনে শারমিনের বাবা সিদ্দিক শেখ অভিযোগ করেন, শারমিনের শ^াশুড়ী পারভীন বেগম ও দেবর পারভেজ শেখসহ পরিবারের অন্যান্য সদস্যরা মিলে শারমিনকে শারীকিক ভাবে নির্যাতন ও শ^াসরোধ করে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে। প্রায় ৭বছর আগে সাহেব আলীর ছেলে ইব্রাহিমের সাথে তার মেয়ে ভালোবাসা করে বিয়ে করে। মেয়ে জামাই ইব্রাহিম আলী শেখ তাকে খুব ভালোবাসত। তারা একে অপরকে পছন্দ করে বিয়ে করে বলে শ^শুর বাড়ির লোকজন শারমিনকে স্বাভাবিক ভাবে মেনে নেয়নি। প্রায় তিন মাস আগে শারমিনের স্বামী ইব্রাহিম আলী কাতারে চলে যায়। তখন আমরা তাকে যৌতুক হিসেবে আড়াই লাখ টাকা দিয়ে সহযোগিতাও করি। কিন্তু ইব্রাহিম বিদেশ যাওয়ার পর থেকে তারা শারমিনের উপর নির্যাতন বাড়িয়ে দেয় এবং আরো ৩লাখ টাকা যৌতুকের জন্য শ^শুর বাড়ির লোকজন দাবী করে।
স্থানীয় প্রতিবেশী আব্দুল মতিন, ফজল ফকীরসহ অনেকেই জানান, শারমিন আত্মহত্যা করেনি। তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। শারমিনের মৃতদেহের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত দেখেই তা বোঝা যায়।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, গৃহবধু শারমিনের মৃত্যুর পর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ইতিমধ্যে ময়না তদন্তের প্রতিবেদন হাতে এসেছে। তাতে শারমিন আত্মহত্যা করেছে বলে উল্লেখ রয়েছে।