Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় কোর্টে বিচারাধীন মামলার জমি রেজিস্ট্রি না করতে দরখাস্ত

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ীর বিজ্ঞ যুগ্ম জেলা জজ(২য়) আদালতে বিচারাধীন মামলার জমি রেজিস্ট্রি না করতে গতকাল ২৬শে ফেব্রুয়ারী পাংশা সাব-রেজিস্ট্রি অফিসে লিখিত দরখাস্ত দিয়েছেন জেলার সাবেক পাংশা থানার বর্তমান কালুখালী থানার বৃ-গোপালপুর গ্রামের তমিজ উদ্দিন মন্ডল।
জানাযায়, রাজবাড়ী জেলার থানা পাংশা, হাল কালুখালী, মৌজা বৃ-গোপালপুর এর মধ্যে আরএস ৩৪৩নং খতিয়ানভুক্ত এসএ ৪০০নং খতিয়ানভূক্ত আরএস ১৩৯১নং দাগে ১ আনায় ২৮ শতাংশ হাল বিএস দাগ নং ১১০৭ এর জমাজমি তমিজ উদ্দিনের পিতা ৮/২/২০০১ তারিখে ১৩৫৪নং রেজিস্ট্রিকৃত কবলামূলে খরিদ করে স্বত্ববান হন। উক্ত জমি নিয়ে বিজ্ঞ যুগ্ম-জেলা জজ আদালতে দেওয়ানী ৪৫/২০১৫ নং মামলা বিচারাধীন রয়েছে। মামলার বাদী তমিজ উদ্দিন মন্ডল বিবাদী আব্দুল মমিন মন্ডল গং। মামলা বিচারাধীন থাকার কারণে উক্ত সম্পত্তি অন্য কেহ কাউকে রেজিস্ট্রি করে দেওয়া আইন বহির্ভূত।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য গতকাল রবিবার দুপুরে পাংশা সাব-রেজিস্ট্রি অফিসারের নিকট দরখাস্ত পেশ করেন মামলার বাদী তমিজ উদ্দিন মন্ডল।