॥স্টাফ রিপোর্টার॥ রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন,এমপি বলেছেন, রাজবাড়ীতে একটি নতুন রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণ করা হবে। ফলে দেশেই রেলওয়ে কোচ নির্মাণ করা সম্ভব হবে। রাজবাড়ীতে রেলওয়ের অনেক পরিত্যক্ত জায়গা রয়েছে। ভবিষ্যতে রেলওয়ের আরো ৪টি ডিভিশন হবে যার একটির হেডকোয়ার্টার হবে রাজবাড়ী। রাজবাড়ীকে ঘিরে অনেক পরিকল্পনা নেয়া হয়েছে।
মন্ত্রী গতকাল ৪ঠা এপ্রিল বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় বক্তৃতাকালে এসব কথা বলেন।
মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন রেলওয়ের বেশ কিছু চলমান প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে আগামী ১০বছরে রেলের আমূল পরিবর্তন হবে। রেল ব্যবস্থা উন্নত বিশ্বের ন্যায় হবে। রেল তার হারানো জৌলুশ অচিরেই ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রেলকে এক সময় ধ্বংশের প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সরকার রেলকে গুরুত্ব দিয়ে আলাদা মন্ত্রণালয় গঠন করে এর উন্নয়নে কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, রাজবাড়ী রেলওয়ে শফিকুর রহমান মিলনায়তনের জরাজীর্ণ ভবন ভেঙ্গে ১হাজার আসন বিশিষ্ট একটি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণ করা হবে। যেখান থেকে রেলের আয় বৃদ্ধি পাবে।
তিনি বলেন, গত আওয়ামীলীগ সরকারের সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সংসদ সদস্য কাজী কেরামত আলী একটি অত্যাধুনিক অডিটোরিয়াম নির্মাণের ব্যাপারে আবেদন করেছিল। তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী রাজবাড়ীতে একটি অত্যাধুনিক অডোটোরিয়াম নির্মাণের ব্যাপারে তৎকালীন রেলমন্ত্রী মুজিবুর হককে নির্দেশনা প্রদান করেছিলেন।
রেলের অবৈধ দলখদারকের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা রেলওয়ের সম্পত্তি অবৈধ দখল করে ব্যবসা বাণিজ্য করে আসছেন তারা নিজ দায়িত্বে রেলের জমি ছেড়ে দিয়ে অন্যত চলে যান। লইলে আগামীতে রেলের লোকবল বৃৃদ্ধির মাধ্যমে দখলদারদের উচ্ছেদ করা হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মজিবর রহমান ও বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক শহীদুল হক বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও চেম্বার অব-কর্মাসের সভাপতি কাজী ইরাদত আলী, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে রেলওয়ের ডিভিশন ওএকটি নতুন ওয়ার্কশপ নির্মাণ হবে—রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন
