Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশায় অতিরিক্ত পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল ৪ঠা এপ্রিল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার(পাংশা সার্কেল) মোঃ ফজলুল করিমকে বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন দ্বিতীয় বারেরমত নির্বাচিত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ।
জানা যায়, অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম, বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন আকতার, পাংশা উপজেলা প্রকৌশলী মোঃ আলমগীর বাদশা বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় বারেরমত নির্বাচিত পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ ব্যক্তিগত উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
উল্লেখ্য, মোঃ ফজলুল করিম সিনিয়র সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) পদে ২০১৬ সালের ২৯শে নভেম্বর যোগদান করেন। গত বছরের ২০শে ডিসেম্বর অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তিনি। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে তার পদোন্নতি ও বদলী হলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে যোগদান করেন মোঃ ফজলুল করিম।
এদিকে সহকারী পুলিশ সুপার(পাংশা সার্কেল) হিসেবে মোঃ লাবীব আব্দুল্লাহ গতকাল বৃহস্পতিবার পাংশায় যোগদান করেছেন বলে জানা গেছে।