Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম আজ রাজবাড়ীতে আসছেন

॥স্টাফ রিপোর্টার॥ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন, এমপি আজ ৪ঠা এপ্রিল রাজবাড়ী সফরে আসছেন।
সফরসূচী অনুযায়ী, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছাবেন। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবে। বিকাল সাড়ে ৩টায় রাজবাড়ী রেলওয়ে স্টেশন পরিদর্শন, ৪টায় আজাদী ময়দান সংলগ্ন রেলভূমিতে প্রস্তাবিত অডিটোরিয়াম নির্মাণের স্থান পরিদর্শন এবং সোয়া ৪টায় আজাদী ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান শেষে বিকাল সাড়ে ৫টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।
রেলমন্ত্রীর কর্মসূচী সফল করতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।