Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মৃগী ইউনিয়নে ছাত্রলীগের আঞ্চলিক অফিস উদ্বোধন

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নে গতকাল ২৫শে ফেব্রুয়ারী বিকেলে ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে ছাত্রলীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম।
কালুখালী উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সোহেল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও কালুখালী উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান মজনু এবং জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৃগী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন আজাদ প্রমুখ।
এ সময় কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, মৃগী ইউপির চেয়ারম্যান শহিদুজ্জামান সাগর মোল্লা, সাবেক চেয়ারম্যান বদর উদ্দিন সরদার, সাওরাইল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম আলী, কালিকাপুর ইউপির চেয়ারম্যান আতিয়ার রহমান নবাব, রফিকুল আলম বাদশা, ড.আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাহিদুল ইসলাম সুমন, পাংশা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিদুল ইসলাম মারুফসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশিক মাহমুদ মিতুল হাকিম বলেন, এক সময় রাজবাড়ী-২ আসনে আওয়ামী লীগের অবস্থা খুব খারাপ ছিল। আমার পিতা রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ আওয়ামী লীগের ঘাঁটি হয়েছে।
জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মজনু তার বক্তব্যে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম ও মিতুল হাকিমের জীবনের নানা কষ্টের দিক তুলে ধরে বলেন, এমন সময় গেছে যখন তারা পরিবারের সাথে ঈদ করতে পারে নাই। নানা ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে আজ আওয়ামী লীগকে সঠিক জাায়গায় নিয়ে এসেছেন। যার কারণে বাবা-ছেলে দু’জনই দেশরতœ শেখ হাসিনার আস্থাভাজন হতে পেরেছে।