॥স্টাফ রিপোর্টার॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল গতকাল ২রা এপ্রিল ভোরে ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার এলাকা থেকে ৬৮পিস ইয়াবা ও ৩৮৪ গ্রাম গাঁজাসহ চম্পা বেগম ওরফে চাম্পা(৪০) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত চম্পা বেগম ওরফে চাম্পা চরহাজীগঞ্জ বাজার এলাকার মৃত নূর মোহাম্মদ ওরফে মোজো বিশ্বাসের স্ত্রী। উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজাসহ তাকে চরভদ্রাসন থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গ্রেফতারকৃত চম্পা বেগম ওরফে চাম্পা একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে পাইকারী ও খুচরা হিসেবে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মাদকের আরো ১০টি মামলা রয়েছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের অভিযানে॥চর ভদ্রাসন থেকে ইয়াবা-গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
