॥স্টাফ রিপোর্টার॥ প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে গতকাল ২৫শে ফেব্রুয়ারী দুপুরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রত্যয় স্কুল, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়, সদর উপজেলার দাদশী ইউনিয়নের পাকুরিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও মিজানপুর ইউনিয়নের মুন্সি বেলায়েত হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিডডে মিলে পুষ্টি সম্পন্ন আড়ং-এর দুধের প্যাকেট ও ডিম প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, জেলা প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আশরাফ হোসেন ও সহকারী পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান শিক্ষার্থীদের হতে এগুলো তুলে দেন। এ সময় তারা জেলা সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রত্যয় স্কুল ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের খোঁজ-খবর নেন।
প্রধান অতিথি বিদ্যালয় দু’টির শিক্ষা কার্যক্রম ঠিকমতো পরিচালনা না হওয়া ও শিক্ষা উপকরণের অভাবসহ শিশু কল্যাণ বিদ্যালয়ে শতভাগ শিক্ষাবৃত্তি প্রদান করা হলেও বিদ্যালয়ে উপস্থিতির হার অত্যন্ত কম হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষকে বিষয়গুলোর প্রতি দৃষ্টি দেওয়ার আহবান জানান।