Site icon দৈনিক মাতৃকণ্ঠ

সিংগাপুরে রবীন্দ্র সঙ্গীত শিল্পী অদিতি মহসিনের একক সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত

॥স্টাফ রিপোর্টার॥ সিংগাপুরস্থ বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এন্ড হেরিটেজ স্কুল গত ৩০শে মার্চ সেখানকার স্থানীয় একটি মিলনায়তনে বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী অদিতি মহসিনের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংগাপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান।
হাই কমিশনার তার শুভেচ্ছা বক্তব্যে রবীন্দ্র সঙ্গীত সন্ধ্যা আয়োজনের জন্য বেঙ্গলী ল্যাঙ্গুয়েজ এন্ড হেরিটেজ স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত দু’টি বাংলা স্কুল কর্তৃক বাংলা ভাষা, সংস্কৃতি এবং সঙ্গীতের চর্চা, বিকাশ ও প্রসারে অবদান রাখার জন্য তাদের ভূয়সী প্রশংসা করেন।
এরপর শিল্পী অদিতি মহসিন তার সুরেলা কণ্ঠের পরিবেশনা দিয়ে উপস্থিত শ্রোতাদের মোহিত করেন। অনুষ্ঠানের শেষ ভাগে হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী মিসেস তানজিনা বিনতে আলমগীর শিল্পীকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানান।
কয়েকশত প্রবাসী বাংলাদেশী সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।