Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বরাটে একতা ক্লাবের স্কুল বির্তক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার বরাটের একতা ক্লাবের উদ্যোগে গত ২২শে ফেব্রুয়ারী দুপুরে ক্লাবের মাঠে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা এবং ২০১৬ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
বরাট একতা ক্লাবের প্রধান উপদেষ্টা মোঃ মেছের আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের সদস্য হাসান ইমাম চৌধুরী, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সামাদ মোল্লা এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
বিতর্কের বিষয় ছিল ‘শুধু সচেতনতা নয়, আইন কঠোর হলেই বাল্যবিবাহ রোধ করা সম্ভব’। মোট ১২টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তার মধ্যে বরাট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী ও চৌধুরী মাহবুব হোসেন বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা রানার্স আপ হয়। ২ দলের ৬জন শিক্ষার্থীকে নগদ ২হাজার টাকা করে ১২হাজার টাকা, সেরা বিতার্কিক বক্তাকে ১হাজার টাকা এবং বরাট একতা ক্লাবের প্রচার সম্পাদক মোঃ রবিউল আওয়াল রাজনকে ২হাজার টাকাসহ মোট ১৫হাজার টাকা প্রদান করা হয়।