Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে পরিমাপে কারচুপি করায় ৪টি ইটভাটার জরিমানা॥ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গতকাল ৩১শে মার্চ পরিচালিত অভিযানে ইটের পরিমাপে কারচুপি করায় ৪টি ইট ভাটাকে ৪৪হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মেসার্স আর.এন্ড.ডি ব্রিকসকে ১২হাজার টাকা, এ এন্ড বি ব্রিকসকে ১২হাজার টাকা এবং নিমতলা এলাকার এ.কে.বি ব্রিকসকে ১০ হাজার টাকা ও এ.বি.সি ব্রিকসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।
জেলা স্যানিটারী ইন্সপেক্টর এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করে। এছাড়াও অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।