Site icon দৈনিক মাতৃকণ্ঠ

নতুন বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ১৮৩ম সিরাতুন নবী(সাঃ) উদযাপন

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ীর পুলিশ লাইন্স নতুন বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে ১৮তম সিরাতুন নবী (সাঃ) উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল ৩০শে মার্চ সকালে বাজারের নতুন পৌর মার্কেটের টিনশেডে বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুরআন তেলোয়াত, হামদ-নাত ও গজল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকালে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মিজানুর রহমান মিজান।
ব্যবসায়ী আঃ সামাদ সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক তোয়াহা সিদ্দিকী, সমশের আলী শেখ, রুস্তম আলী মোল্লা, আনিছুজ্জামান পাটোয়ারী, আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় একই স্থানে রাসুল(সাঃ) এর জীবনের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।