॥কালুখালী প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম গত ২৯শে মার্চ রাত ৮টায় কালুখালীর শ্রীশ্রী রাধা মদন মোহন শ্রীঅঙ্গনে মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় সমাজসেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান, কালুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তনয় চক্রবর্তী শম্ভু, সাধারণ সম্পাদক নির্মল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম শাহ্ আজিজ, মন্দিরের সভাপতি যাদব কুমার দত্ত, রনজয় কুমার বসু, আওয়ামী লীগ নেতা আঃ রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৬শে মার্চ সূর্যোদয় হতে শুরু হওয়া ৪০ প্রহরব্যাপী এই মহানামযজ্ঞানুষ্ঠান গতকাল ৩০শে মার্চ মহাপ্রভুর ভোগ আরাধনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। এই মহানামযজ্ঞানুষ্ঠানে ঝিনাইদহের গৌর বাণী সম্প্রদায়, মাদারীপুরের জয় নিতাই সম্প্রদায়, কুষ্টিয়ার মা গৌরী সম্প্রদায়, পাংশার শিব মন্দির সম্প্রদায় ও গোপালগঞ্জের শ্রীশ্রী আদি নিত্য ঠাকুর সম্প্রদায় নামসুধা পরিবেশন করেন।
কালুখালীর শ্রীশ্রী রাধা মদন মোহন শ্রী অঙ্গনে মহানামযজ্ঞ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান
