॥মোক্তার হোসেন॥ সাবেক প্রধান নির্বাচন কমিশনার, পাংশা তথা রাজবাড়ী জেলার কৃতি সন্তান মোহাম্মদ আবু হেনা বলেছেন ভালো ছাত্র, ভালো নম্বর, জিপিএ-৫ পাওয়া, উচ্চ স্থানে যাওয়া নিশ্চয়ই ভালো। কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য হলো আলোকিত মানুষ হওয়া। দেশপ্রেমিক হওয়া, আদর্শ মানুষ হওয়া। নতুন প্রজন্ম যাতে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে, সু-নাগরিক হয়ে সমাজে আলো ছড়াতে পারে সে লক্ষ্যে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সবাইকে কাজ করে যেতে হবে। কারণ সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
গতকাল ২৯শে মার্চ বিকেলে পাংশা শিল্পকলা একাডেমীতে ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির ছাত্রবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সমিতির সভাপতি সাবেক সচিব খোন্দকার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট খোদেজা নাসরিন আক্তার হোসেন, রাজবাড়ী জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পাংশা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ‘চন্দনা’ নামের একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ৩জন কৃতি শিক্ষার্থীকে স্বর্ণপদক ও ১০৫জন কৃতি শিক্ষার্থীর মাঝে ৩ লাখ ১৫হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীগণসহ ঢাকা থেকে আসা কণ্ঠশিল্পী ঐশি গান পরিবেশন করে।
অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু, আইডিয়াল গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, পাংশা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জাহাঙ্গীর, সমিতির সহ-সভাপতি ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক এন.এ.এম ইফতেখার রফিকসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকাস্থ পাংশা-কালুখালী উপজেলা সমিতির আয়োজনে ছাত্রবৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
