Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর হাসপাতালের আরএমও ডাঃ তুহিনের দাফন সম্পন্ন॥অকাল মৃত্যুতে রাজবাড়ীবাসীর মধ্যে শোকের ছায়া

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডাঃ আলী আহসান তুহিনের দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল ২৯শে মার্চ শুক্রবার পৃথক পৃথক ৩টি জানাযার নামাজ শেষে তার মরদেহ নিউ কলোনী কবরস্থানে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
গত ২৮শে মার্চ রাত ৮টার দিকে তিনি ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার মহাখালীতে দুই দিনের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ শেষে ওই দিন বিকালে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা হওয়ার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কোন চিকিৎসক না থাকায় সেখান থেকে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৫বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১কন্যাসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
গত ১বছর আগে রাজবাড়ী সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে যোগদানের পর থেকে তিনি রোগীর সেবায় নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অকাল মৃত্যুতে রাজবাড়ীবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।