॥গোয়ালন্দ প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দের সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের আয়োজনে গতকাল শুক্রবার মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও নাজিমউদ্দিন মন্ডল শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মিলনায়তনে শিক্ষা বৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবায়েত হায়াত শিপলু উপস্থিত থেকে ৪৫জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে নগদ ১লাখ ৬০হাজার টাকার বৃত্তি প্রদান করেন।
সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্মল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা চঞ্চল কুমার মিত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফা বেগম, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ইসহাক মন্ডল প্রমূখ।
এ সময় মতিয়ার রহমান, হাবিবুর রহমান ও নাজিমউদ্দিন মন্ডল শিক্ষা বৃত্তি ফান্ড থেকে এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয়ের ১৫জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এক কালিন ৪৩ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। এছাড়া গোয়ালন্দ উপজেলাসহ আশপাশ এলাকার আরো ৩০জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ১৬ হাজার ৫০০ টাকা সহ মোট ১ লাখ ৬০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা চিকিৎসক মরহুম জালাল উদ্দিন আহমেদের ব্যবস্থাপনায় প্রতি বছর এ ধরনের মন্ডল পরিবার থেকে বৃত্তি প্রদান করে থাকে। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রী উপজেলা পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করায় মাহিয়া আক্তার মাহিকে ইউএনও রুবায়েত হায়াত শিপলু ব্যক্তিগতভাবে নগদ ৫হাজার টাকা প্রদান করেন।
রাজশাহী বিশ^বিদ্যালয়ে অর্থনীতিতে সম্মান প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থী নিগার সুলতানা রিয়া অনুভূতি প্রকাশ করে জানায়, অর্থনৈতিক সংকটে পড়াশুনা অনেকটা ঝিমিয়ে পড়ছিল। এককালীন এ ধরনের অর্থনৈতিক সহযোগিতা আমার জন্য অনেক উপকার বয়ে আনবে।
ইউএনও রুবায়েত হায়াত শিপলু বলেন, একটি পরিবার প্রতি বছর বিপুল সংখ্যক দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মাঝে এ ধরনের বৃত্তি প্রদান করা অনেক দূরহ ব্যাপার। তাঁদেরকে আমি সাধুবাদ জানায়। সেই সঙ্গে তাদের এ ধারিবাহিকতা অব্যাহত থাকুক এটাই আমার প্রত্যাশা থাকবে।
গোয়ালন্দের সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউটে বৃত্তি প্রদান অনুষ্ঠান
