॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভারতের পশ্চিমবঙ্গের কোলকাতাস্থ ফুটবল লাভার এসোসিয়েশন ও বাংলাদেশের উৎসর্গ ফাইন্ডেশনের যৌথ ব্যবস্থাপনায় ওয়ালটন সম্প্রীতি যাত্রা সাইকেল র্যালীতে অংশগ্রহণকারী দুই দেশের ২০জন সাইকেলিস্ট গতকাল ২৮শে মার্চ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। পরে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী প্রচারণা শেষে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।
সকাল সাড়ে ৯টায় সাইকেলিস্টরা জেলা প্রশাসকের কার্যালয়ের আ¤্রকানন চত্বরে এসে পৌঁছালে জেলা প্রশাসক মোঃ শওকত আলী তাদেরকে স্বাগত জানান। কোলকাতা ফুটবল লাভার এসোসিয়েশনের পক্ষ থেকে দলনেতা মিহির দাস জেলা প্রশাসককে ভারতের সর্বোচ্চ সম্মাননা হিসেবে বিবেচিত উত্তরীয় পরিয়ে দিয়ে জেলা প্রশাসকের প্রতি সম্মান জানান।
এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় কোলকাতা ফুটবল লাভার এসোসিয়েশনের পক্ষে দলনেতা মিহির দাস বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। এই মাসেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমহানীর বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। আমাদের এই স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত তৎকালীন ভারত সরকার, প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী ও ভারতের জনগণের অকুণ্ঠ সমর্থন আমরা সবসময় অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। সে কারণে বাংলাদেশ সরকার শ্রীমতি ইন্দিরা গান্ধী ও ভারতের জনগণকে আমাদের দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছে। আপনারা আজ ভারতের জনগণের পক্ষ থেকে আমাদের দেশে এসে দুই বাংলার বন্ধনকে আরো শক্তিশালী করেছেন। আমি সরকার ও রাজবাড়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি ও ভারতবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আজকে মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য যে সাইকেল র্যালী করছেন সেটি অবশ্যই একটি ভালো উদ্যোগ। এই মাদকের ব্যাপারে বর্তমান সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। মাদক নির্মূলে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, এলিট ফোর্স র্যাব, বিজিবিসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। যার ফলে বাংলাদেশে মাদক অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমাদের দেশে যেসব মাদক ব্যবহার হয় তার অধিকাংশ্ই আমাদের দেশে তৈরী হয় না। কোথায় তৈরী হয় সেটা আমাদের সকলেরই জানা। সুতরাং ভারতে ও বাংলাদেশে মাদক নির্মূলে দুই দেশের সরকারকে সম্মিলিতভাবে একসাথে কাজ করতে হবে। তবেই আমাদের ও আপনাদের যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে। মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আলমগীর হুছাইনও উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার পর সাইকেলিস্ট দলটি অংকুর স্কুল এন্ড কলেজ ও টিটিসির শিক্ষার্থীদের সাথে মাদক বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
অংকুর স্কুল এন্ড কলেজের মাসুদ রানা নামের দলটির একজন সদস্য মাথায় ফুটবল রেখে বিভিন্œ কসরতে মোটর সাইকেল চালিয়ে সকলকে মুগ্ধ করে। টিটিসির শিক্ষার্থীদের সাথে মতবিনিময় শেষে দলটি মানিকগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, ভারতের ১৩জন ও বাংলাদেশের ৭জনসহ ২০ সদস্যের দলটি গত ২৪শে মার্চ কোলকাতা থেকে যাত্রা শুরু করে বেনাপোল স্থলবন্দর হয়ে নড়াইলে পৌঁছান। সেখান থেকে মাগুরা ও ফরিদপুর হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচীতে অংশ নিয়ে গত ২৭শে মার্চ সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুরে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’তে এসে পৌঁছান। এরপর রাত ৮টার দিকে দলটির সদস্যরা খোলা একটি পিকআপ ভ্যানে করে রাজবাড়ী শহর প্রদক্ষিণসহ দৈনিক মাতৃকণ্ঠ কার্যালয় পরিদর্শন করেন।
এ সময় তারা তাদের সম্প্রীতি যাত্রার লক্ষ্য-উদ্দেশ্যসহ নানা বিষয়ে মতবিনিময় করেন। পরে তারা টিটিসিতে রাত্রি যাপন করেন। রাজবাড়ীর ত্যাগের সময় সাইকেল র্যালীর সদস্যগণ রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ জেলার মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন বলে জানান।
কোলকাতার মাদক বিরোধী ‘সম্প্রীতি যাত্রা’ সাইকেল র্যালীর সদস্যদের রাজবাড়ী ত্যাগ॥ রাজবাড়ী-১ আসনের এমপি এবং জেলা প্রশাসকের সাথে সৌজন্য মতবিনিময়
