॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার বৃহত্তর পাংশা বর্তমান কালুখালী উপজেলার মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন শিকদার(৬৮) গত ২৭শে মার্চ দুপুর ১২টার দিকে খড়খড়িয়া নিজ গ্রামের বাড়ীতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত বুধবার মাগরিব নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। বেশ কিছুদিন যাবত কিডনী ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন তিনি।
জানা যায়, মোন্তাজ উদ্দিন শিকদার মৃগী ইউপির দুইবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এলাকায় শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ সামাজিক সেবামূলক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলেন তিনি।
মোন্তাজ উদ্দিন শিকদারের মৃত্যুর সংবাদে মৃগী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হাশেম, মাওলানা মোঃ রফিকুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মিয়া, সাবেক এমপি মোসলেম উদ্দিন মোমেন, সাবেক এমপি সদরুল আমীন হাবিব, ইঞ্জিনিয়ার জায়েদুল ইসলাম, কালুখালী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন আক্তার, কালুখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুলফিকার আলী, পাংশা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ মোক্তার হোসেন, যশাই ইউপির সাবেক চেয়ারম্যান চাঁদ আলী খান, মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল ও বদর উদ্দিন সরদার, সাওরাইল ইউপির সাবেক মেম্বার আকমল হোসেন খান, অধ্যক্ষ বিকাশ চন্দ্র বসু, অধ্যক্ষ নজরুল ইসলাম জাহাঙ্গীরসহ জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবি, ব্যবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খীসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য মানুষ শেষবারেরমত তার মুখখানা দেখতে খড়খড়িয়া গ্রামের বাড়ীতে ছুটে যান। মরহুমের জানাযার নামাজে ইমামতি করেন হোগলাডাঙ্গী মোহাম্মাদিয়া ইসলামিয়া কামিল মডেল মাদরাসার প্রভাষক হারুন অর রশীদ।
মৃত্যুকালে মাতা, স্ত্রী, ৩কন্যা, ১পুত্র সন্তান, ৪ভাই, ৩ বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে সহোদর ভাই মসলেম উদ্দিন, আব্দুল মাজেদ, আব্দুল বারেক ও আব্দুল ওয়াহাব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করেছেন।
মৃগী ইউপির সাবেক চেয়ারম্যান মোন্তাজ শিকদারের ইন্তেকাল
