॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গতকাল ২৮শে মার্চ কালুখালী উপজেলার মৃগী বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ওজনে কারচুপির দায়ে আসলাম মাংস ভান্ডারকে ২হাজার টাকা, মাতৃ মিষ্টান্ন ভান্ডারকে ১৫শত টাকা এবং পণ্যে মোড়ক ব্যবহার না করায় জয়গুরু ফার্মেসীকে ১৫শত টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। এর পাশাপাশি জয়গুরু ফার্মেসী থেকে বেশ কিছু স্যাম্পল ওষুধ জব্দ করা হয়। এছাড়াও অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্পর্কে ধারণা দেয়া হয় এবং আইনটি সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল অভিযানে সহযোগিতা করে।
কালুখালীর মৃগী বাজারের ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা॥ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে
