Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর মৌকুড়ী গ্রামে বাড়ী থেকে ডেকে নিয়ে এক সংখ্যালঘুর মারপিট

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউপির মৌকুড়ী গ্রামের বাসুদেব কুমার বিশ্বাস নামের এক সংখ্যালঘুকে বাড়ী ডেকে নিয়ে রাস্তার উপর বেধরক মারধর করেছে স্থানীয় সন্ত্রাসী কয়েক যুবক।
ঘটনার সময় সংখ্যালঘু বাসুদেব কুমার বিশ্বাসকে রক্ষা করতে গেলে হামলাকারীদল তার ছেলে বিপ্লব বিশ্বাস ও জয়দেব বিশ্বাসের স্ত্রী বিশুকা রাণীকেও মারধর করে আহত করে। ঘটনাটি ঘটেছে গত ১৭ই ফেব্রুয়ারী সন্ধ্যা রাতে। ঘটনার পরপরই সন্ত্রাসী হামলায় আহত বিপ্লব বিশ্বাস ও জয়দেব বিশ্বাসের স্ত্রী বিশুকা রাণীকে পাংশা হাসপাতালে ভর্তি করা হয়। সর্বশেষ গত ২৩শে ফেব্রুয়ারী পাংশা হাসপাতাল থেকে তাদেরকে রিলিজ দেওয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তারা বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন।
বাসুদেব কুমার বিশ্বাস জানান, একই গ্রামের প্রতিবেশী কুটি প্রামানিকের ছেলে ফজলু প্রামানিকের নেতৃত্বে এ হামলা মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফজলুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়ায় সে ক্ষুব্ধ হয়ে বাসুদেব কুমার বিশ্বাস ও তার পরিবারকে নানা ভাবে ক্ষতিসাধন করার হুমকী প্রদর্শন করছে। এ ব্যাপারে তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করেছেন।