॥হেলাল মাহমুদ॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ২৭শে মার্চ বিকালে রাজবাড়ীর বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে ডাঃ কামরুল হাসান লালী ও ডাঃ রেহানা বেগম ফাউন্ডেশনের আয়োজনে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মোঃ সেলিম মুন্সি এবং দৈনিক যুগান্তরের রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ। ডাঃ কামরুল হাসান লালীর সভাপতিত্বে এবং লাঠি খেলা আয়োজক কমিটির আহ্বায়ক আবুল কালামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল জলিল মিয়া, যুদ্ধকালীন কমান্ডার আবু তালেব ও জাতীয় পার্টির নেতা খন্দকার গোলাম কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে আসা ৬টি দল এই লাঠি খেলায় অংশ নেয়। খেলা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ক্রেস্ট ও নগদ অর্থ পুরষ্কার দেয়া হয়। ৫ সহ¯্রাধিক দর্শক গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী এই লাঠি খেলা উপভোগ করে।
রাজবাড়ীতে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত
